নিজস্ব প্রতিনিধিঃ
মাঝখানে কিছুদিন
বিরতি ছিলেন তিনি। আবার শুল্ক যুদ্ধ শুরু করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। এবার কোপ বসালেন চিনের উপরে। সোজা
১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন
তিনি।পাশাপাশি হুমকি
দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও। এবার কী কারণে শুল্ক
চাপাচ্ছেন ট্রাম্প? শোনা যাচ্ছে, বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেলের
রফতানিতে চিন কাটছাঁট করার পরই ক্ষেপে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মার্কিন
প্রেসিডেন্ট চিনের উপর ১০০ শতাশ অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, অতিরিক্ত এই শুল্কের পাশাপাশি
চিনে সমস্ত জরুরি সফটওয়্যার রফতানিতেও রাশ টানা হবে। আগামী ১লা নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে।
akb tv news
11.10.2025