নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার রাজধানীতে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন স্মার্ট সিটি প্রকল্পে লক্ষী নারায়ন বাড়ি রোড এলাকায় রাস্তার পাশে কভার ড্রেন নির্মানের কাজ পরিদর্শন করেন মেয়র। বর্ষার সময়ে এই এলাকার রাস্তায় জমা জল যাতে সহজেই নিকাশি ব্যবস্থার মাধ্যমে সরানো যায়, তার জন্য এলাকায় বক্স কালভার্ট নির্মান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।এদিন মেয়রের সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব সহ নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমে সামনে মেয়র বলেন, বর্ষার সময় যেই জায়গা গুলিতে জল জমে থাকে সেই জায়গার জল গুলি যাতে সহসাই নিকাশি ব্যবস্থার মাধ্যমে সরানো যায় তার জন্য কালভার্ট নির্মান নির্মাণ করা হবে। যাতে পথ চলতি মানুষের কোন ধরনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুর নিগম কাজ করে চলেছে বলে তিনি জানান।
akb tv news
11.10.2025