নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে।
মিশরের শার্ম-আল-শেখের এই সম্মেলনে আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি
তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন শনিবার। যদিও, নরেন্দ্র মোদি মিশরে যাচ্ছেন কিনা সেই বিষয়ে
এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সম্প্রতি অতীতের শুল্ক যুদ্ধ ও এইচ১বি ভিসার সমস্যা
জট বাড়িয়েছে দুই দেশের সম্পর্কে। এরপরও, নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো বুঝিয়ে দিচ্ছে
মধ্য প্রাচ্য এবং আমেরিকার কাছে ভারতের গুরুত্ব কতটা।এবিষয়ে মিশরের প্রেসিডেন্টের
মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে শার্ম আল-শেখে আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের
যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০টিরও বেশি দেশের নেতারা
অংশগ্রহণ করবেন।
akb tv news
12.10.2025