নিজস্ব প্রতিনিধিঃ
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায়
পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি।
এমন ভাবেই মোদির রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সেই সঙ্গেই তিনি
ফের দাবি করলেন, ভারত-পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন। বুধবার দক্ষিণ কোরিয়ায় যান ট্রাম্প।
আর সেখানে গিয়েই ফের বিতর্ক উসকে দিলেন। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। তা-ও থামার লক্ষণ
নেই ডোনাল্ড ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনে
বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ”দুই পরমাণু শক্তিধর দেশ লড়াই করছিল একে অপরের সঙ্গে।
ওরা বলছিল, না, না, না। আমাদের লড়তে দাও।
ওরা শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত।
খুব মজবুত। কিন্তু কিছু সময় পরে ওরা জানিয়ে দেয় সংঘাত থামানোর কথা।এদিন ভারতের সঙ্গে
বাণিজ্যচুক্তি হবে বলেও আশ্বাস দেন মার্কিন
প্রেসিডেন্ট।
akb tv news
29.10.2025

