আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফালেতে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ইতিহাস গড়েছেন দ্রৌপদী মুর্মু। বুধবার হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফালেতে সওয়ার হন তিনি। সামরিক পোশাকেই তিনি যুদ্ধবিমানে ওঠেন। এদিন বেলা ১১টা ২৭ মিনিট নাগাদ মুর্মুকে নিয়ে উড়ে যায় একটি রাফালে। অন্য একটি যুদ্ধবিমানে ছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। এর আগে ২০১৩ সালের ৮ই এপ্রিল অসমের তেজপুর  বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়েন দ্রৌপদী মুর্মু। এর আগে এই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন তাঁর দুই পূ্র্বসূরি এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটিল।এদিন রাফালে যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 












    akb tv news 

    29.10.2025


    3/related/default