নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে
বিজেপি'র কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি
রাজীব ভট্টাচার্য সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কোর কমিটির
বৈঠকে উত্তর–পূর্বাঞ্চলের সংযোজক ডা. সম্বিত পাত্রা এবং প্রদেশ প্রভারী ডা. রাজদীপ
রায়ও ছিলেন। বৈঠক শেষে প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে প্রদেশ নেতৃত্বরা এক
ফ্রেমে ক্যামেরা বন্দি হন।
akb tv news
29.10.2025

.jpeg)