নিজস্ব প্রতিনিধিঃ
কোভিড-১৯ নামে এক মারণ সংক্রমণের কোপে পড়েছিল গোটা বিশ্ব।
লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এই সংক্রমণে। সেই করোনার ধাক্কা এখনও পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। আবার একটা সংক্রমণের
আতঙ্ক গ্রাস করছে। চিনের পর এবার জাপানে দেখা দিয়েছে স্বাস্থ্য সঙ্কট। হঠাৎ করে জাপানে
ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত
হয়েছেন। আক্রান্তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাপমাত্রা যত কমছে, ততই আক্রান্ত
বাড়ছে। হঠাৎ এমন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়তেই জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে
এপিডেমিক বা অতিমারী ঘোষণা করা হয়েছে।
akb tv news
12.10.2025