আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্মৃতিগন্ধা ।। কবিতা ।। সংঘমিত্রা ভট্টাচার্য ।। আগরতলা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    স্মৃতিগন্ধা...... 



    উজ্জ্বল রং মাখা স্মৃতিরা এখনো দোলায় আমায়,     

    ভোরের নরম আলোয়—

    হলুদ পাখিরা এসে বসে আমার জানালায়।

    বিকেলের সোনা রং আলো গায়ে মেখে পাখিরা গান গায়।

    দূরন্তবেগে শৈশব ছুটে চলে যায়,

    রং ধনুর সাত রং মাখা দিনগুলি, এখনো ঘিরে রাখে আমায়।

    এখনো নুড়ি, পাথর কুড়িয়ে পাই— ছোট হয়ে যাওয়া সেই জামায়।

    আর স্মৃতি এখনো সাজায় আমায়।

    স্মৃতি এখনো দোলায় আমায়।

    চাঁদ হয়ে জেগে থাকো স্মৃতি আঁধার ঘুচাও ।

    রোদ হয়ে তুমি উত্তাপ ছড়াও।

    এভাবেই স্মৃতি তুমি,

    জড়িয়ে থাকো জীবনে আমার।

    স্মৃতি, স্মৃতি— 

    স্মৃতি তুমি হও আমার মায়ের শাড়ির লাল পাড়।।


    - সংঘমিত্রা ভট্টাচার্য 

    আগরতলা


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৩রা অক্টোবর ২০২৫

     

    3/related/default