আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নন্দীরাই গ্রামের নীলু ।। ছোট গল্প ।। দেবজিৎ দাস ।। আগরতলা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    মাদের এইখানে একটা গ্রাম ছিলো তার নাম নন্দীরাই।  এই গ্রামের জমিদার ছিলেন হারাধন চন্দ্র গঙ্গোপাধ্যায়। জমিদার মশাই খুব ভালো মনের মানুষ ছিলেন। তাঁর পুত্র ছিলো জ্যোতি চন্দ্র গঙ্গোপাধ্যায়। জমিদার মশাই পুত্রকে উচ্চ শিক্ষিত বানাতে চেয়েছিলেন। সেজন্য তিনি তাঁর পুত্র জ্যোতি চন্দ্রকে বিপিন চন্দ্র মেমোরিয়াল নামক এক নামকরা বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। জ্যোতি চন্দ্রের ডাকনাম ছিল নীলু। নীলু জমিদারের পুত্র ছিলো বলে তার কোনো ধরণের অহংকার ছিলো না। সে অন্যান্য বাচ্চাদের মতোই চলাফেরা করত। কিন্তু হঠাৎ একদিন নীলুর পিতা মৃত্যু বরন করেন। তখন সে ছোটো থাকায় সবকিছু বুঝতে পারেনি। আর সেই সুযোগে তার কাকামশাই অর্থাৎ হারাধন চন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছোটোভাই নারায়ণ চন্দ্র গঙ্গোপাধ্যায় নীলুকে বাড়ি থেকে বের করে দিয়ে সব সম্পত্তি দখল করে নেয়। নীলু ছোটো থাকাতে কি করবে ভেবে পাচ্ছিলো না। তখন সে হাঁটতে হাঁটতে পাশের আরেকটি গ্রামে যায়। সেই গ্রামে গিয়ে একটি বট গাছের নিচে বসে থাকে। সেইসময় এক দিনমজুর এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন তার চোখ পরে নীলুর দিকে। দিনমজুরটির নাম ছিলো কানাই। তখন কানাই নীলুর এই অবস্থা দেখে তাকে বাড়িতে নিয়ে যায়। সারাদিন না খেতে পেয়ে নীলুর মুখটা শুকিয়ে গেছে। নীলুর পোশাক - আশাক দেখে কানাইয়ের মনে হচ্ছিলো যে সে কোনো বড়ো ঘরের সন্তান। কানাই, তাকে জিজ্ঞেস করতে লাগলো, যে তুমি কোথা থেকে এসেছো? নীলু ছোটো থাকায় সবকিছু বলতে পারেনি। কানাই ভেবেছিলো যে ভালোই হয়েছে আমার ও তো কোনো সন্তান নেই, আজ থেকে আমার সাথে কথা বলার একটা লোক হলো। নীলুর অস্ত্রবিদ্যা শেখার খুব ইচ্ছে ছিলো এবং তার ইচ্ছে ও পূরণ হলো। সে অস্ত্রবিদ্যা শিখে এক বড়ো যোদ্ধায় পরিণত হয় এবং সে তার নিজের বাড়িতে ফিরে যায়। তখন তার কাকামশাই তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তাঁর সেনাদেরকে দিয়ে যুদ্ধ সৃষ্টি করে। তারা জানতো না যে নীলু একজন বড়ো যোদ্ধা। নীলু যুদ্ধে বিজয়ী হয় এবং দিনমজুর কানাইকে নিয়ে তার জমিদার বাড়িতে ফিরে আসে। এই নীলু ওরফে জ্যোতি চন্দ্র নন্দীরাই গ্রামের জমিদার হিসাবে খ্যাতি লাভ করে। সেইদিন থেকে তারা সুখে শান্তিতে জীবন যাপন শুরু করে।


    দেবজিৎ দাস 

    অষ্টম শ্রেণি

    ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৩রা অক্টোবর ২০২৫

     

    3/related/default