আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে এলেন বিজেপি'র উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক তথা সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার রাজ্যে এলেন বিজেপি সর্ব ভারতীয় মুখপাত্র, উত্তর-পূর্বাঞ্চলের সংযোজক তথা সাংসদ ড. সম্বিত পাত্রা। এদিন এমবিবি বিমান বন্দরে তাকে স্বাগত জানান বিধায়ক ভগবান দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজ্যে এসেই বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। শাসক ও শরিক দলের একাধিক সংঘাতের চিত্র লক্ষ্য করা গেছে। একাধিক ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রী শরিক দল তিপ্রা মথার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এমনকি শাসক দলের অন্দরেও দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে সারা রাজ্যে। এমতাবস্থায় সর্বভারতীয় মুখপাত্রের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

     







    akb tv news 

    28.10.2025


    3/related/default