নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের
মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দফতরের অধিকর্তা সহ আধিকারিকরাও
উপস্থিত ছিলেন। বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের তপশিলি জাতি
কল্যাণ দপ্তর বিশেষ করে আমাদের রাজ্যের তপশিলি জাতি অন্তর্ভুক্ত মানুষের অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়নের
জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে।তার মধ্যে আমাদের এই দফতরের অন্যতম যারা স্টেইক হোল্ডার
আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক স্তরে এস সি সাব কমিটি আমাদের হয়েছে। সেই সাব কমিটির
চেয়ারম্যান বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে এই দফতরের এর আগে কখনো কোন মিটিং হয়
নি।সেরকম কোন কনভেনশনও হয় নি।তাই আজ প্রথমবার আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি বলে মন্ত্রী
জানান।
akb tv news
30.10.2025

