নিজস্ব প্রতিনিধিঃ
মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করা উচিত। এক প্রতিক্রিয়ায়
এমনটাই জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।বুধবার সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল একটি টিভি চ্যানেল ও পত্রিকায় মন্ত্রীর বক্তব্য প্রকাশিত
হয়েছে।এই মন্ত্রী বাহাদুরের নাম হল সুধাংশু দাস।দু’বছর হয়েছে মাত্র তিনি মন্ত্রী হয়েছেন।
তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন। ইতিমধ্যেই এই মন্ত্রী সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রে
ও সারা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ উঠেছে। বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটি বি
পি এল কার্ডধারি পরিবার ছিল। তার মায়ের নামে সেই কার্ড। মাত্র সাত বছর সময়কালে তাঁর
বড় ভাই গত বছরের সর্বোর্চ টেক্স ক্লেয়ার তথা করদাতা বলে তিনি জানান।
akb tv news
15.10.2025