নিজস্ব প্রতিনিধিঃ
আগাম ঘোষণা অনুসারে শনিবার নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করেন। যা দেশজুড়ে শিক্ষা, দক্ষতা এবং উদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহের সময়, প্রধানমন্ত্রী উন্নত আইটিআই-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা এবং কর্মসংস্থান রূপান্তর - পিএম - এসইটিইউ চালু করেন। বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করার পর সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, তাঁর সরকার যুবশক্তিকে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছে, দক্ষতা ও উদ্ভাবনের উপর জোর দিয়ে। তিনি উল্লেখ করেন যে ভারত জ্ঞান ও দক্ষতার দেশ এবং বৌদ্ধিক শক্তি দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি। আইটিআই গুলি কেবল শিল্প শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নয় বরং আত্মনির্ভর ভারতের কর্মশালাও। প্রধানমন্ত্রী বলেন, পিএম-সেতু প্রকল্পটি সারা দেশে এক হাজারেরও বেশি আইটিআইকে উপকৃত করবে কারণ সেগুলি আপগ্রেড করা হবে এবং আধুনিক মেশিন চালু করা হবে তিনি জানান।
akb tv news
04.10.2025

