আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত জ্ঞান ও দক্ষতার দেশ এবং বৌদ্ধিক শক্তি দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগাম ঘোষণা অনুসারে শনিবার নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করেন। যা দেশজুড়ে শিক্ষা, দক্ষতা এবং উদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহের সময়, প্রধানমন্ত্রী উন্নত আইটিআই-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা এবং কর্মসংস্থান রূপান্তর - পিএম - এসইটিইউ চালু করেন। বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করার পর সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, তাঁর সরকার যুবশক্তিকে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছে, দক্ষতা ও উদ্ভাবনের উপর জোর দিয়ে। তিনি উল্লেখ করেন যে ভারত জ্ঞান ও দক্ষতার দেশ এবং বৌদ্ধিক শক্তি দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি। আইটিআই গুলি কেবল শিল্প শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নয় বরং আত্মনির্ভর ভারতের কর্মশালাও। প্রধানমন্ত্রী বলেন, পিএম-সেতু প্রকল্পটি সারা দেশে এক হাজারেরও বেশি আইটিআইকে উপকৃত করবে কারণ সেগুলি আপগ্রেড করা হবে এবং আধুনিক মেশিন চালু করা হবে তিনি জানান।






    akb tv news 

    04.10.2025

    3/related/default