আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজ আমাদের ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক দিন।। পঞ্চায়েত রাজ মন্ত্রী কিশোর বর্মণ।। AKB TV News

    আরশি কথা


      

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার রাজধানীর হোটেল পোলো টাওয়ারে ‘আর্থিক সাক্ষরতা’র উপর দু’দিন ব্যাপী এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী কিশোর বর্মণ। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকে আমাদের ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের পঞ্চায়েত রাজ দফতর এবং সিকুরিটিজ অফ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া যারা আর্থিক ভাবে মানুষকে সুরক্ষিত করেন ও আর্থিক সুরক্ষা প্রদান করেন বিভিন্ন আর্থিক অব্যবস্থা থেকে কিভাবে ঠিক ব্যবস্থাতে আনা যায়। বা গ্রামের মানুষ যেখানে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে প্রতারিত হন , তার থেকে বাঁচানোর জন্য আমাদের পঞ্চায়েতের যে জনপ্রতিনিধিরা ও আধিকারিকরা  আছেন তাদের প্রশিক্ষনের জন্য এই প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয় বলে তিনি জানান।






    akb tv news 

    16.10.2025 

    3/related/default