২১ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যেবেলায় ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতশিল্পী মৃনাল নাথ শর্ম্মা‚ বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভাস্বতী চক্রবর্তী চৌধুরী‚ অর্পিতা রায়‚ পৌলমি চক্রবর্তী‚ নির্মল কুঁড়ি‚ নির্ঝর ভৌমিক‚ শুভম আইচ‚ মৌটুসী সেনগুপ্ত‚ কঙ্কনা বিশ্বাস‚ দিব্যেন্দু বনিক‚ নবীন প্রজন্মের সঙ্গীতশিল্পী শুভ্রনীল নাথ‚ বিশ্বজিৎ দেবনাথ‚ মৌমিতা দেবনাথ‚ মধুমিতা ঘোষ‚ শর্মিষ্ঠা গোপ‚ প্রিয়া চাষা‚ সাগরিকা দাস‚ প্রিয়াঙ্কা হোম। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন ক্ষুদে নৃত্যশিল্পী ঋদ্ধিমা বিশ্বাস‚ সায়ন্তিকা ধর।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক ও বাচিকশিল্পী সৌর প্রতিম শর্ম্মা। যন্ত্রসংগীতে সহযোগিতা করেছেন উদীয়মান অক্টোপ্যাড বাদক সৌভিক দাস‚ রাজ্যের বিশিষ্ট তবলীয়া দীপেন ভট্টাচার্য্য‚ কি-বোর্ডে সুপরিচিত কি-বোর্ড আর্টিস্ট গৌতম চক্রবর্ত্তী‚ এবং লিড্ গিটারে গিটারিস্ট দ্বিপজয় ভৌমিক‚ তৎসঙ্গে শব্দ প্রক্ষেপণে সহযোগিতা করেছে ঝন্টু সাউণ্ড।সবশেষে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে ‘মায়াবিনী’ গান পরিবেশন করেন গিটারিস্ট দ্বিপজয় ভৌমিক। এরপর ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির পক্ষে কমিটির সহ- সম্পাদক তথা বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা ধন্যবাদসূচক সংক্ষিপ্ত বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসমাপ্তি ঘোষণা করেন।
এই দিন উপস্থিত থেকে অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোক্তারা। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠান প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ‚ সমস্ত শিল্পীদের‚ বিশিষ্টজনদের‚ দর্শক-শ্রোতাদের‚ সর্বসাধারণের উপস্থিতি‚ অংশগ্রহণ‚ ও সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে অক্টোবর ২০২৫


.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)