নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানীর প্রদেশ কংগ্রেস
ভবনে আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক
অনুষ্ঠিত হয়। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আদিবাসী কংগ্রেস দলের অবস্থান
নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে বলতে গিয়ে আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার
জমাতিয়া বলেন ,আজকে আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্য স্তরে ও জেলা, ব্লক স্তরে একটি বৈঠক
হয়েছে। আমাদের দলের সাংগঠনিক ক্ষমতাকে আরও শক্তিশালি করার জন্য এই বৈঠক করা হয় বলে
তিনি জানান। অতি সম্প্রতি রাজ্যে বনধকে ঘিরে যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেবিষয়ে
তিনি বলেন, একটা শ্রেণি পরিকল্পিতভাবে জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা
করে চলেছে। এই চেষ্টা জারি রয়েছে বলে তিনি জানান।
akb tv news
29.10.2025

