আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা।। ৩০ জনের মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    এবার হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা। দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগের ভয়াবহ ঘূর্ণিঝড়।প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কেবল জামাইকা নয়, বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আফ্রিকার একাধিক দেশ। তার মধ্যে রয়েছে কিউবার পূর্বাঞ্চল ও হাইতির কিছু অংশ। ঝড়ে মৃত্যু হয়েছে জামাইকা ও হাইতি দুই দেশেই। মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। জামাইকায় ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ ও বিদ্যুতের খুটি। এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশির ভাগ এলাকায়। এরফলে অন্ধকারে রয়েছেন দু’লক্ষ মানুষ। তবে হাসপাতালে এখনও বিদ্যুৎ রয়েছে বলেই জানা গিয়েছে। অধিকাংশ রাস্তা বন্ধ।








    akb tv news 

    30.10.2025


    3/related/default