নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার ১নং ওয়ার্ডে PVC রেশন কার্ড বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিত্রা রানি দাস মজুমদার সহ অন্যান্যরা।লঙ্কামুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র সহ উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে মেয়র বলেন, সারা রাজ্যে বিভিন্ন রেশন শপে বর্তমানে PVC রেশন কার্ড বিতরণ করা হচ্ছে।এরজন্য আমি সার্বিক ভাবে রাজ্য সরকার ও খাদ্য দফতরকে ধন্যবাদ জানায়। আমাদের রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর রাজ্যে গন বণ্টন ব্যবস্থার সার্বিক উন্নয়ন হয়েছে বলে জানান মেয়র।অনুষ্ঠানে মেয়র ভোক্তাদের হাতে PVC রেশন কার্ড তুলে দেন।
akb tv news
16.10.2025