অক্টোবর মাসের ৩ তারিখ প্রয়াতে হয়েছিলেন রাজ্যের প্রথিতযশা নৃত্যশিল্পী হীরা দে। ধ্রুপদী নৃত্যকে' নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। অপরদিকে আরেক প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ড. পদ্মিনী চক্রবর্তী গত ১৩ই অক্টোবর প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৯ বছর। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
ত্রিপুরার নৃত্য জগতের উষালগ্নের অন্যতম প্রতিনিধি হিসেবে পরিচিত পদ্মিনী চক্রবর্তী আজীবন রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন।
দুজনের মৃত্যুতে রাজ্য সরকার তথা তথ্য ও সংস্কৃতি দপ্তর সেভাবে শ্রদ্ধা জানাইনি বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি এদিন আসামের বরেণ্য শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে সেই রাজ্যের প্রতিটি মানুষসহ সরকারের যে ভূমিকা ছিল সেই প্রসঙ্গ টেনে এনে তাদের দুজনের মৃত্যুতে রাজ্য সরকার অনেকটাই নীরব ছিল বলে অভিযোগ করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই অক্টোবর ২০২৫