আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাতাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখলেন গোমতী জেলার পুলিশ সুপার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলি উৎসব উপলক্ষ্যে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতি বছরের মত এবছরও তিনদিন ব্যাপী দীপাবলি মেলা অনুষ্ঠিত হবে। আর এই মেলাকে কেন্দ্র করে মাতাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, বৃহস্পতিবার দুপুরে তা খতিয়ে দেখলেন গোমতী জেলার পুলিশ সুপার কিরন কুমার কে।ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কালী পূজা ও মেলাকে কেন্দ্র করে কি কি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এদিন মহকুমা পুলিশ আধিকারিকদের নিয়ে মন্দির পরিদর্শন করার পর বিস্তারিত তথ্য তুলে ধরেন গোমতী জেলা পুলিশ সুপার। তিনি বলেন, তিনদিন ব্যাপী দীপাবলি মেলাকে সামনে রেখে আমরা আজকে ফিল্ড ভিজিট করেছি। আগামী ২০,২১ ও ২২শে অক্টোবর মাতাবাড়িতে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হবে, তা আজ খতিয়ে দেখেছি বলে তিনি জানান।







    akb tv news 

    16.10.2025 

     


    3/related/default