কৃষকদের দশ দফা দাবিতে মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করেছিল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি।তার পরিপেক্ষিতে গতকাল মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর ও অঘোর দেববর্মা।
এদিন তারা তাদের দাবি সনদ তুলে ধরে তাদের দাবিগুলি হলো,১) কাঁটাতারের গেইট সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে।
২) প্রতি কৃষক পরিবারের কৃষি কাজে যুক্ত কৃষি শ্রমিক সহ সকলকে যাতাযাতের জন্য জেলা শাসকের মাধ্যমে নিদ্দিষ্ট স্থায়ী পাশ দিতে হবে।
৩) চাষবাসের সরন্জাম, গরু, মহিষ, ট্রাক্টর সহ সমস্ত ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে যাবার ও ফিরিয়ে আনার ব্যবস্থা রাখতে হবে।
৪) ধান, গম ও সমস্ত মরশুমে সকল রকমের ফসল করার সুযোগ দিতে হবে। ফসল তুলে আনতে ব্যবস্থা রাখতে হবে। গেইট বন্ধ থাকা অবস্থায় ফসল পাহারার ব্যবস্থা করতে হবে।
৬) রাত্রে হাইভোল্টেজ লাইট লাগাবার ফলে একদিকে পোঁকা আক্রমনে ফসল নষ্ট হলে ও ফসল ঝলসে গেলে তার সমস্ত ক্ষতিপূরন সরকারকে দিতে হবে।
৭) কাঁটাতারের বেড়ার গেইটের সংখ্যা বাড়াতে হবে। কাঁটাতারের ওপারে জমিতে জল সেচের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সোলার যুক্ত পাম্প দিয়ে সেচের ব্যবস্থা করতে হবে।
৯) কাঁটাতারের ওপারে বহুকাল ধরে বসবাসরত পরিবারগুলিকে কাঁটাতারের ভিতরে নিকটবর্তী কোন স্থানে জমি বন্দোবস্ত সহ সম্পূর্ন সরকারী খরচে পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সহ গৃহনির্মান করে দিতে হবে। গৃহপালিত পশুপালনের উপযোগী জমি ও ঘর নির্মান করতে হবে।
১০) কাঁটাতারের ওপারে বসবাসরত ভারতীয় নাগরিকদের সরকারী চাকরি, বিভিন্ন স্কীমের আর্থিক সুযোগ সুবিধা, রেগা, টুয়েপের কাজ সহ সর্বপ্রকার সরকারী সাহায্য দিতে হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে অক্টোবর ২০২৫

.jpeg)
.jpeg)

