নিজস্ব প্রতিনিধি,
পুরস্কার না পাওয়ায় বিপত্তি। নৌকা বাইচের পুরস্কার না পেয়ে মৎস্য দপ্তরে তালা ঝুলালেন ক্ষুদ্ধ প্রতিযোগীরা। দ্রুত পুরস্কার দেওয়ার দাবি জানান প্রতিযোগীরা।ঘটনার বিবরণে জানা যায়, গণ্ডাছড়া মহকুমার নারিকেল কুঞ্জে ডুম্বুর জলাশয়ে এডিসি’র মৎস্য দপ্তরের উদ্যোগে গত ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছর এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ লক্ষ টাকা। তবে অভিযোগ উঠেছে, এবছর প্রতিযোগিতা শেষ হলেও এখনো পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থরাশি তুলে দেওয়া হয়নি। এর প্রতিবাদে বঞ্চিত প্রতিযোগীরা শনিবার গণ্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ছড়িয়েছে। প্রতিযোগীরা দ্রুত পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে।
akb tv news
29.11.2025

