আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাব্রুমের বেশ কয়েকটি জায়গা পরিদর্শণ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ll AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধি,

    শনিবার সাব্রুম মহকুমায় গ্রামীণ রাস্তা, বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা এবং পানীয় জলের উৎস সমূহের বেহাল অবস্থা খতিয়ে দেখে প্রশাসনিক আধিকারিকদের সাথে পর্যালোচনা সভায় বসে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীতেন্দ্র চৌধুরী।৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্র এলাকার পশ্চিম টাক্কাতুলসী, পূর্ব টেক্কাতুলসী, বেতাগা, হারবাতলী ও দশরথ নগর এডিসি ভিলেজ এবং রাজনগর, মাধবনগর ও শীনগর গ্রাম পঞ্চায়েত সহ পোয়াংবাড়ি ও সাতচাঁদ ব্লকের অন্তর্গত একাধিক রাস্তা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সরবরাহের লাইন সমূহ দীর্ঘদিন ধরে সারাই ও পুননির্মাণের প্রয়োজনীয়তায় ভুগছে। শনিবার এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান এলাকার বিধায়ক জীতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন পি ডব্লিউ ডি-র ইঞ্জিনিয়ার এবং স্থানীয় নেতৃত্বরা।পরিদর্শনকালে গ্রামীণ জনগণ সামাজিক পরিকাঠামোর এই বেহাল চিত্র সমূহ তাঁর সামনে তুলে ধরেন। এলাকাবাসী রাস্তা ও অন্যান্য পরিকাঠামো সমূহের দ্রুত সারাই করা এবং পাশাপাশি যেকল জায়গায় নতুন রাস্তা, জলের উৎস্য ও বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা দরকার তা বিধায়কের সামনে তুলে ধরেন। এরপর এদিন বিকালেই তিনি সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে সাব্রুমের মহকুমা শাসক, সাতচাঁদ, রুপাইছড়ি ও পোয়াংবাড়ি ৩টি ব্লকের বিডিওগণ এবং পূর্ত, গ্রামোন্নয়ন ও ডিডব্ল্যুইউএস এর বাস্তুকারদের সাথে এক বৈঠকে মিলিত হন। সেই সভায় তিনি দিনভর ঘুরে সরেজমিনে যে চিত্রগুলি প্রত্যক্ষ করেছেন সেগুলি তুলে ধরে এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।








    akb tv news 

    29.11.2025

    3/related/default