নিজস্ব প্রতিনিধি,
রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান
সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় শোনা গেল রাম মন্দিরের কথা।
২৫শে নভেম্বর, অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। একই দিনে
কুরুক্ষেত্রের জ্যোতিসরে পঞ্চজন্য স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়। এবার সেই কথাই উঠে
এল ‘মন কি বাতে’র ভাষণে।রবিবার মন কি বাতের সাম্প্রতিকতম পর্বে তাঁর মুখে শোনা
গিয়েছে রাম মন্দিরের কথা। একই সঙ্গে ছিল সংবিধান দিবস এবং বন্দেমাতরমের প্রসঙ্গ। তিনি
বলেন, ‘নভেম্বর মাস অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। কয়েকদিন আগে, ২৬শে নভেম্বর, সংবিধান দিবস উপলক্ষে
সংসদের কেন্দ্রীয় হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দে মাতরমের ১৫০তম
বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক বিশাল অনুষ্ঠান শুরু হয়েছে। ২৫শে নভেম্বর, অযোধ্যার
রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন করা হয়েছিল। একই দিনে, কুরুক্ষেত্রের জ্যোতিসর-এ পঞ্চজন্য স্মারক
উদ্বোধন করা হয়েছিল।”সাম্প্রতিক অতীতে বিরোধী দলের মুখে বার বার উঠে এসেছে
সংবিধান রক্ষার কথা। বিজেপি-র বিরুদ্ধে বার বার সংবিধানকে আক্রমণের অভিযোগ করেছে কংগ্রেস।
তাই মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদির মুখে সংবিধান দিবসের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ
বলেই মনে করছে রাজনৈতিক মহল।
akb tv news
30.11.2025

