নিজস্ব প্রতিনিধিঃ
এবার স্থানীয় সংস্থা নির্বাচন পর্যন্ত ভোটার তালিকার SIR স্থগিত রাখার আবেদন জানিয়ে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরল। আগামী
২৬শে নভেম্বর বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি।স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত, জাতীয় নির্বাচন
কমিশন কর্তৃক পরিচালিত ভোটার তালিকার সংশোধন স্থগিত রাখার জন্য কেরালা সরকার
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদের অনুযায়ী কেরালা রাজ্যের
যুক্তি একযোগে SIR পরিচালনা করলে প্রশাসনিক জটিলতা
তৈরি করবে এবং ভোটগ্রহণের প্রক্রিয়া ব্যাহত হবে। মামলায়
উল্লেখ করা হয়েছে কেরালায়:– ১,২০০টি LSGI রয়েছে। যার মধ্যে ৯৪১টি গ্রাম
পঞ্চায়েত, ১৫২টি ব্লক পঞ্চায়েত, ১৪টি জেলা পঞ্চায়েত, ৮৭টি পৌরসভা এবং ৬টি
কর্পোরেশন রয়েছে, যার মধ্যে মোট ২৩,৬১২টি ওয়ার্ড রয়েছে। স্থানীয়
সংস্থার নির্বাচন আগামী ৯ ও ১১ ডিসেম্বর
দুটি পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। SIR প্রক্রিয়া ৪ঠা নভেম্বর শুরু
হয়েছে এবং খসড়া তালিকা ৪ঠা ডিসেম্বর প্রকাশিত হবে। এলএসজিআই-এর নতুন সদস্যদের ২১
ডিসেম্বরের আগে শপথ গ্রহণ করতে হবে।
akb tv news
18.11.2025

