নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলার বাস মালিকদের বিরুদ্ধে ধারাবাহিক
অনিয়ম ও অন্যায় আচরণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উদয়পুর-আগরতলা রুটে
সম্পূর্ণভাবে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখেন উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা।
হঠাৎ এই রুটে পরিবহণ পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
মালিক-শ্রমিক সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির
প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন। তাঁরা দাবি করেন, রুট শৃঙ্খলা মানা হচ্ছে না, স্ট্যান্ডে
গাড়ি প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে, এমনকি যাত্রী টানাটানির অভিযোগও
উঠেছে দুই পক্ষের মধ্যে। এসব অভিযোগের যথাযথ করণীয় ও তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ না
থাকায় ক্ষোভ দানা বেঁধেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তারা।অভিযোগকারীদের
বক্তব্য, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ
না করা হয়, ততক্ষণ উদয়পুরের গাড়ি মালিক–শ্রমিকরা গাড়ি নামাবেন না।
akb tv news
17.11.2025

