নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার তিন দফা দাবীতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গনবস্থান কর্মসূচী
সংগঠিত করে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস।এদিন সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্বাস্থ্য
মিশনের মিশন ডাইরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গণবস্থানে উপস্থিত ছিলেন ত্রিপুরা
অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু
পাল, সদর জেলা কংগ্রেস সভাপতি তনময় সাহা ও কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।
তাদের দাবী রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত ডিডিটি কর্মীরা বছরের মাত্র ৫ মাসের
কাজ পেয়ে থাকে। যার ফলে তাদের পক্ষে তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ এবং একটা স্বাভাবিক জীবন দেওয়া
অসাধ্য ব্যাপার হয়ে উঠছে।রাজ্যের রেগা শ্রমিকরা প্রতারিত হচ্ছে, যেখানে তাদের দৈনিক
মজুরি বৃদ্ধি করার কথা ছিল এবং তাদের বছরে ন্যূনতম ২০০ দিনের কাজ দেওয়ার কথা ছিল তার
ধার কাছ দিয়েও বর্তমান সরকার নেই। ফলে রেগার শ্রমিকদের অত্যন্ত আর্থিক অভাব অনটনের
মধ্য দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। এই দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার
হুশিয়ারী দেয় সংগঠন।
akb tv news
18.11.2025

