নিজস্ব প্রতিনিধিঃ
আজ
আমরা ভিন্ন ভিন্ন উত্তর-পূর্বাঞ্চল রাজ্য থেকে এসেছি। ভিন্ন ভিন্ন পাহাড় থেকে
এসেছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা আজ তিপ্রাসার এই জমিতে এসেছি। আমাদের ভাষা,
আমাদের গান ও আমাদের সংস্কৃতি আলাদা হলেও আমাদের মাতৃ ভূমি কিন্তু একটাই।কিন্তু
বর্তমান পরিস্থিতিতে বিভাজনের রাজনীতির কারণে দেশের উত্তর–পূর্বাঞ্চলের জনজাতি
সম্প্রদায় আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে
এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন কৌশলে জনজাতিদের আলাদা করে রাখা হয়েছে, আর
এটাই আজ সমস্যার মূল কারন। বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা
মথা আয়োজিত জন সমাবেশে এমনটাই জানালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। মেঘালয়ের
মুখ্যমন্ত্রী দাবি, ওয়ান নর্থ ইস্ট’-এর মূল লক্ষ্যই হল সবাইকে একই প্ল্যাটফর্মে
এনে সম্মিলিতভাবে নিজের অধিকার আদায় করা। কনরাড সাংমা বলেন, আমাদের পূর্ব পুরুষরা
সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন বলেই আজ বিভিন্ন জনজাতি তাদের পরিচয় ধরে রাখতে
পেরেছে। তাদের সংগ্রামের ফলেই আমরা অনেক ক্ষেত্রে উন্নতির পথে এগিয়েছি। কিন্তু
বর্তমানে উত্তর–পূর্বাঞ্চলের পরিস্থিতি একেবারেই অন্য রকম। আজকের সবচেয়ে বড় সমস্যা
হল বিভাজন। যা আমাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে। তাঁর কথায়, পৃথক ভাবে কাজ করলে
জনজাতিদের কণ্ঠস্বর নির্বাক হয়ে যায়।একতা ছাড়া আমাদের দাবিগুলো গুরুত্ব পায় না।
তাই ‘ওয়ান নর্থ ইস্ট’-এর মূল লক্ষ্যই হল সবাইকে একই প্ল্যাটফর্মে এনে সম্মিলিতভাবে
নিজের অধিকার আদায় করা। এদিন আয়োজিত জন সমাবেশে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা
ছাড়াও তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও দলের
বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেব্বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন জন সমাবেশে
জন সমাগম ছিল চোখে পড়ার মত।
akb tv news
27.11.2025

