আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক মহিলা নেশা কারবারি গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলা নেশা কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল মতিনগর পূর্ব টিলাই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই মহিলা নেশা কারবারিকে গ্রেফতার করে। ধৃত  মহিলার নাম পপি আক্তার(২৩)। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই   বাড়ি থেকে মোট ৫ কেজি ৯৮৫ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি মারুতি ইকো গাড়ি, যা এই অবৈধ মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হত বলে পুলিশের প্রাথমিক ধারণা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনার পর পুলিশ মঙ্গলবার ভোরে  সোনামুড়া থানায় এনডিপিএস আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। এদিনই অভিযুক্ত পপি আক্তারকে আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।








    akb tv news 

    25.11.2025


    3/related/default