নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য রাজ্য ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশন এখনও এসআইআর
ঘোষণা না করেনি। কিন্তু গ্রাম-গঞ্জের জন্ম সনদ সহ বিভিন্ন নথি চেয়ে একটি নির্দিষ্ট
সম্প্রদায়ের মানুষের ওপর ক্রমাগত হয়রানি করেছে শাসক দল, এমনটাই অভিযোগ তুলে বুধবার
সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে চার ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে তৃণমূল
কংগ্রেস। ওই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের।
পরবর্তী সময়ে তাঁদেরকে আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়।এই
কর্মসূচিতে উপস্থিত শান্তনু সাহা বলেন, নির্বাচন কমিশন যখন কোনও নোটিশই দেয়নি,
তখন সাধারণ মানুষকে কেন জন্মের কাগজ, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে? এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি
ছাড়া আর কিছুই নয়। তিনি আরও অভিযোগ করেন , এই ধরনের ঘটনায় প্রশাসনের কোন
সক্রিয় ভূমিকা নেই, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের
মধ্যে। পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সেভাবে ত্রিপুরায়ও আতঙ্ক
ছড়ানোর চেষ্টা করছে।এই পরিস্থিতির প্রতিবাদে যুব তৃণমূল আজ সার্কিট হাউসে গান্ধী
মূর্তির পাদদেশে চার ঘণ্টার গণ অবস্থান পালন করা হয় বলে তিনি জানান।
akb tv news
26.11.2025

