আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাম মন্দির নির্মাণের পর ৬ কোটির বেশি মানুষ অযোধ্যায় এসেছেন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি দেশের রেল ব্যবস্থায় এক বড় নজির। এখন থেকে নতুন চারটি রুটে এই ট্রেনগুলি চলবে। এই রুটগুলি হল— বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু। এদিন বারানসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,  উন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নতির প্রধান কারণ তাদের পরিকাঠামো। ভারতও এখন উন্নয়নের পথে দ্রুত হাঁটছে।‘বন্দে ভারত, নমো ভারত ও অমৃত ভারত ট্রেনগুলি ভারতীয় রেলের নতুন প্রজন্ম।’ বন্দে ভারত ট্রেন এখন বিদেশিদেরও দৃষ্টি কেড়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, তীর্থস্থান হিসেবে উত্তরপ্রদেশে বড় উন্নয়ন এসেছে। গত বছর ১১ কোটির বেশি পুণ্যার্থী কাশী বিশ্বনাথ দর্শন করেন। রাম মন্দির নির্মাণের পর ৬ কোটির বেশি মানুষ অযোধ্যায় এসেছেন। এই পুণ্যার্থীরা রাজ্যের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকা সহায়তা করেছেন। হোটেল, পরিবহন, শিল্পী ও নৌকা চালকদের রোজগার হচ্ছে। এতে নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন।

     










    akb tv news 

    08.11.2025


    3/related/default