নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার এজিএমসি ও জিবিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে এসোসিয়েশন
অব সার্জেনস অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য শাখার ১৯তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা ও রাজ্য স্বাস্থ্য দফতরের সচিব কিরন গিত্তে সহ এজিএমসি ও জিবিপি
হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন
মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার মানুষের
জন্য চিন্তা করে। সেই অনুসারেই কাজ করে। হাসপাতালে রোগীদের সঙ্গে যারা আসেন ,তারা
কোথায় থাকবেন তার জন্য আমরা বাজেটে সংস্থান রেখেছি। এখানে হাসপাতালের আশেপাশেই হবে
নাইট শেলটার ও ভারত মাতা ক্যান্টিন।
সেগুলোই আমরা নাম দিয়েছি। হাসপাতালে রোগীদের সঙ্গে যারা থাকবেন তারা যাতে কম পয়সায়
থাকতে পারে ও খাবার খেতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।
akb tv news
08.11.2025

