নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে গোমতী জেলার
কাকরাবনে সরকারি সাধারন ডিগ্রী কলেজের আনুষ্ঠানিক উদ্ধোধন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহার হাত ধরে lএদিন ৫০ আসন বিশিস্ট ডায়েট গার্লস হোস্টেলেরও সূচনা হয় lকাকড়াবন ডায়েট
গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়,
উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ, বিধায়ক অভিষেক দেবরায় ও গোমতী জেলার জেলা পরিষদের
সভাধিপতি দেবল দেব রায় সহ আরও অনেকে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা l অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের অগ্রগতির মূল শিকড় হল শিক্ষা।
সেই লক্ষ্যেই আমাদের ত্রিপুরা ঠিক ভাবে চলছে। আমাদের রাজ্য ঠিক ভাবে চলছে বলেই সমস্ত
নর্থ –ইষ্টার্ন জোনের মধ্যে জি এস টি বি’র ক্ষেত্রে দ্বিতীয় সব্বোর্চ ত্রিপুরা আছে।আমাদের
ত্রিপুরাকে এখন নীতি আয়োগের মাধ্যমে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা দিয়েছে বলে তিনি
জানান।
akb tv news
11.11.2025

