নিজস্ব প্রতিনিধি,
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও খেলার মাঠের মত জায়গাগুলি একেবারে পথকুকুর মুক্ত করতে হবে। অতি সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার পশুপ্রেমী চিঠি দিলেন সুপ্রিম কোর্টে।জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।তাদের দাবি, পথকুকুরদের নিয়ে গত ৭ই নভেম্বরের রায় পুনর্বিবেচনা করা হোক। এই মর্মেই সবাইকে চিঠি পাঠাতে বলা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, চেন্নাই- কন্যাকুমারী-ইম্ফল-সহ দেশের প্রায় সব শহর থেকেই মানুষজন অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র রাজধানী দিল্লী থেকেই প্রায় ১০ হাজার মানুষ সুপ্রিম কোর্টকে চিঠি পাঠিয়েছে।গত ৭ই নভেম্বর পথকুকুর নিয়ে বড়সড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ। তারা জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুর মুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে, ওই এলাকায় আর ফেরানো যাবে না।
akb tv news
30.11.2025

