আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “আধার কার্ড হল এমন একটি বিষয়, যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়।। প্রধান বিচারপতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের আধার কার্ড নিয়ে প্রশ্ন। আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? দীর্ঘদিনের এই সংশয় এবার মিটিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট। পশ্চিম বাংলা ও তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের SIR মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড কখনওই নাগরিকত্বকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারে না। শীর্ষ আদালতের প্রশ্ন, “আধার কার্ড থাকলেই ভোটাধিকার দিতে হবে?”SIR মামলা চলাকালীন মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য ছিল, বৈধ নথির তালিকায় আধারকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হোক। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, “আধার কার্ড হল এমন একটি বিষয়, যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। মূলত জনকল্যাণমুখী প্রকল্পের জন্য এটা তৈরি।” প্রধান বিচারপতি বলেন, “ধরুন কেউ প্রতিবেশী দেশের বাসিন্দা। কেউ শ্রমিক হিসাবে কাজ করেন। আপনারা রেশনের জন্য আধার দিচ্ছেন। এটা আমাদের সাংবিধানিক নীতির অংশ। কিন্তু শুধুমাত্র তাঁকে আধার নথি দেওয়া হয়েছে বলে কি তাঁকে এখন ভোটার হিসেবেও গণ্য করা উচিত?”ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি দীপঙ্কর বাগচি স্পষ্ট জানান, কোনও ভোটারের নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করার সাংবিধানিক এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, “আধার কার্ড কখনওই নাগরিকত্বকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারে না।











    akb tv news 

    27.11.2025


    3/related/default