আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শীতবস্ত্রের দোকান নিয়ে ভুটানি ব্যবসায়ীরা হাজির রাজধানীতে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবছর রাজ্যে শীতের হাওয়া তেমন না লাগলেও রাজধানিতে শীতের আমেজ কিন্তু এনে দিয়েছে ভুটানি ব্যবসায়ীদের শীতবস্ত্রের দোকান। প্রতি বছরের মত এবছরও পয়লা নভেম্বর থেকেই রাজধানীর বটতলা এলাকায় দোকান সাজাতে শুরু করেছেন ভুটান থেকে আগত শীতবস্ত্র বিক্রেতারা।প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ভুটানি পরিবারগুলি আগরতলায় এসে শীতবস্ত্র বিক্রি করছেন বলে জানা গেছে। আগে তাঁরা দুর্গাবাড়ির উল্টোদিকে দোকান বসাতেন। পরে   স্থায়ীভাবে বটতলা এলাকাতেই তাঁদের বাজার গড়ে ওঠে। প্রতি বছর প্রায় ৮ থেকে ১০টি পরিবার আগরতলায় আসে এই মরসুমি ব্যবসা নিয়ে।তাঁদের দোকানে সবচেয়ে বেশি পাওয়া যায়  হিমালয়ের উলের তৈরি শীতবস্ত্র—সোয়েটার, জ্যাকেট, শালসহ বিভিন্ন পোশাক। নিজেদের হাতে তৈরি পোশাকের পাশাপাশি তারা ভুটান থেকে নিয়ে আসেন আধুনিক নকশার শীতের পোশাকও।শীতের প্রকৃত ঠান্ডা এখনো না নামলেও ক্রেতাদের ভিড় কিন্তু জমতে শুরু করেছে।

     







    akb tv news 

    27.11.2025


    3/related/default