নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে
আগত কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরামের নেতৃত্বে উনকোটি জেলার সার্কিট হাউজে বুধবার
অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরের পর্যালোচনা বৈঠক। সভার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয়
মন্ত্রী জুয়েল ওরাম। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিংকু রায়,
বিধায়ক ভগবান দাস, ও মন্ত্রী সুধাংশু দাস সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক
কর্মকর্তারা।এটি কেবল আনুষ্ঠানিক প্রতিবেদন বিনিময়ের বৈঠক নয়, বরং জনজাতি
অধ্যুষিত অঞ্চলগুলির স্থায়ী উন্নয়নকে সামনে রেখে এক বাস্তবসম্মত রূপরেখা তৈরির
পর্যালোচনা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উনকোটি জেলায় কতটা
সফলভাবে বাস্তবায়িত হয়েছে, কোথায় কাজের গতি বাড়ানো দরকার, কোন প্রকল্পের উপর
আরও জোর দিতে হবে—সবকিছুই উঠে আসে আলোচনার টেবিলে।অঞ্চল ভিত্তিক জনজাতি উন্নয়ন
প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক সংযোগ, আবাসন, রোজগার—প্রতিটি
ক্ষেত্রেই বাস্তব পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন দপ্তরের আধিকারিকরা। কোথাও কোথাও
প্রকল্প বাস্তবায়নে গতি এসেছে, আবার কিছু এলাকায় সমস্যা ও বিলম্বের কথা স্পষ্ট
করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম আলোচনা চলাকালীন জানান,
“ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। কেন্দ্রের
প্রকল্পগুলি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে, তা নজরদারি করতেই এই ধরণের অঞ্চলভিত্তিক
রিভিউ অত্যন্ত জরুরি। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে
আমরা নিরন্তর কাজ করে চলেছি বলে তিনি জানান।
akb tv news
26.11.2025

