আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ আমদানির লক্ষ্যে চুক্তি সাক্ষরের পথে ভারত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অচলবস্থা কাটছে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কে। সেই মোতাবেক আমেরিকা থেকে বিপুল পরিমাণ ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ আমদানির লক্ষ্যে চুক্তি সাক্ষরের পথে ভারত। নয়া চুক্তি অনুযায়ী, ভারতের তেল সংস্থাগুলি তাদের আমদানিকৃত এলপিজির কমপক্ষে ১০ শতাংশ আমেরিকা থেকে আমদানি করবে। এই চুক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন,কেন্দ্র  সরকার এলপিজি আমদানিতে বৈচিত্র আনতে এই চুক্তি সাক্ষর করছে। যার লক্ষ্য দেশের মানুষ যাতে সস্তায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন।কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, নয়া চুক্তি মাধ্যমে রাষ্ট্রায়াত্ব  তেল সংস্থাগুলি ২০২৬ সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল থেকে এলপিজি আমদানি করবে। মোট বার্ষিক আমদানির কমপক্ষে ১০ শতাংশ আমেরিকা থেকে আসবে। মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই এলপিজি আমদানি করা হবে। সেই লক্ষ্যে বিপিসিএল, আইওসি এবং এইচপিসিএলের শীর্ষ কর্মকর্তাদের একটি দল আমেরিকা গিয়েছেন। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সেখানকার তেল উৎপাদনকারী সংস্থাগুলির সাথে আলোচনা করেছেন।














    akb tv news 

    17.11.2025

    3/related/default