নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক সোমবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়| আয়োজিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য,সংগঠনের সভাপতি বীরেন্দ্র দাস সহ অন্যান্যরা। সোমবার এই সাংঘঠনিক বৈঠক থেকে পাম্প অপারেটররা দাবি রাখেন চাকরির শেষে তাদের মাসে ন্যূনতম ৫ হাজার টাকা করে যেন প্রদান করা হয়।পাশাপাশি যদি কর্মরত অবস্থায় কারো মৃত্যু হয় তবে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কাউকে চাকরি প্রদানের দাবি রাখেন। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন বিজেপি সরকারের আমলে কাউকে চাকরির জন্য বা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই পাম্প অপারেটরদের ভাতা বৃদ্ধি করেছে।পাশাপাশি জল সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে নতুন করে প্রান্ত অপারেটর নিয়োগ করেছে। এদিন তিনি বলেন তিনি তাদের দাবি সমূহ সরকারের দৃষ্টিতে নেবেন। পাশাপাশি এমনটাও বলেন সিপি আই এম সাড়া দেশ থেকে মুছে যাচ্ছে। আর তারা নির্বাচন কমিশনের উপর দোষ চাপিয়েপার পেতে চাইছেন। এতে কোন লাভ হবে না। জনগণের জন্য কাজ করে চলেছে বিজেপি। সবকা সাথ সবকা বিকাশই হল তাদের মুল মন্ত্র। আর জনগণ বিজেপি’র সাথে আছেন।
akb tv news
17.11.2025

