নিজস্ব প্রতিনিধিঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবারও সাফল্য পেল বন দপ্তর। বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ ও আগর গাছ উদ্ধার করল বন কর্মীরা।গোপন সূত্রের প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ধর্মনগর মহকুমা বন দপ্তর বিশেষ অভিযান সংগঠিত করে। এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ। জানা যায়, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের আওতাধীন চুড়াইবাড়ি, ফুলবাড়ি ও লক্ষীনগর এলাকায় পৃথক পৃথক স্থানে একযোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি ও অনুসন্ধানের পর বন দপ্তরের কর্মীরা মোট ১৭৫ ফুট চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। শুধু তাই নয়, অবৈধ বনজ সম্পদ পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে দুটি হাইস্পিড অটো আটক করা হয়। দুটি গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ চেরাই করা আগর গাছ উদ্ধার করা হয়।এব্যাপারে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, উদ্ধার করা সেগুন কাঠগুলোর কালো বাজার মূল্য আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা হবে। এধরনের অভিযান আগামিদিনও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
akb tv news
17.11.2025

