নিজস্ব প্রতিনিধিঃ
দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। এই উপলক্ষে কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর অবদানের কথা স্মরণ করেন। গান্ধীঘাটে গিয়েও শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইন্দিরা গান্ধীর ভূমিকা চিরস্মরণীয়় হয়ে থাকবে। এদিন তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষকে সুনামের সহিত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, ইন্দিরা গান্ধী ছিলেন সংহতির প্রতিক। তাঁর আত্মবলিদান আজও দেশবাসীর স্মরণে রেখেছেন। দেশে সন্ত্রাস দমনে যে ভূমিকা নিয়েছিলেন তা আজ প্রাসঙ্গিক।
akb tv news
19.11.2025

