আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২৬শে নভেম্বর গান্ধী মূর্তির পাদদেশে দু'ঘণ্টার গন অবস্থান সংগঠিত করবে তৃণমূল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যে এস আই আর ঘোষণা করেনি। তবে রাজ্যের গ্রামগঞ্জের কিছু কিছু এলাকায় একটি সম্প্রদায়ের লোকজনদের উপর জন্মের কাগজ সহ বিভিন্ন কাগজ দেখানের নাম করে হয়রানি করে চলেছে বিজেপি।বুধবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গেও এস আই আর শুরু হয়েছে। কিন্তু এই এস আই আর-এ আমরা লক্ষ্য করছি যে একটি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজেপি’র অঙ্গুলি হেলনে তারা কাজ করছে। তাই এই সকল হয়রানি বন্ধ করার সহ একাধিক ইস্যুতে আগামী ২৬শে নভেম্বর গান্ধী মূর্তির পাদদেশে দু'ঘণ্টার গন অবস্থান সংগঠিত করবে তারা। তবে শুধু গন অবস্থানেই আমরা সিমাবদ্ধ থাকব না, ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয়, যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের নাম আমরা ত্রিপুরা রাজ্য থেকে কোন ভাবেই কাটতে দেব না বলে তিনি জানান।













    akb tv news 

    19.11.2025

     


    3/related/default