নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার রাজধানীর প্রাণকেন্দ্রস্থিত রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এএমসি এলাকার মধ্যে অমৃত ২.০ এর অধীনে ৪৫টি ডিটিডব্লিউএস আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রি ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক মনু সিং ও জল বোড মিশনের সিও মিহির কান্তি গোপ সহ অন্যান্যরা।গাছে জল ডেলে ও ফলক উন্মোচন করে ৪৫টি ডিটিডব্লিউএস আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি তার ভাষণে বলেন, ২০২১ সালের পয়লা অক্টোবর অমৃত ২.০ স্কিমের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর ইচ্ছা হল সারা দেশে বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা করা। আমাদের শহর গুলিতে যত গুলি ড্রেন আছে সেগুলিকে কভারেজ দেওয়া। প্রধানমন্ত্রীর অমৃত ২.০ স্কিম ও স্বচ্ছ ভারত অভিযান এই দুটি অত্যন্ত সুন্দর মিশন বলে আমি মনে করি। সেটা কিন্তু সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। এমনকি আমাদের আগরতলায়ও কিন্তু সেটা দেখতে পাচ্ছি বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
18.11.2025

