আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের রাজ্য ভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস তাঁর হাতে থাকা দপ্তর গুলি নিয়ে বছরে দু’বার করে পর্যালোচনা বৈঠক করে থাকেন। যাতে করে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা যায়। সেই অনুসারে বুধবার প্রাণি সম্পদ  ও বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক করেন তিনি।এদিন রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার ও দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে যে টাকা নির্ধারিত করা হয়েছিল তা কতটা ব্যয় করা হয়েছে। দপ্তরের এচিভমেন্ট কি রয়েছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যতগুলি স্কিম রয়েছে সেগুলি যেন সময় মত সম্পূর্ণ করা যায় সে ব্যাপারে আলোচনা হয় বলে জানান তিনি।












    akb tv news 

    19.11.2025

     


    3/related/default