নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তর অফিসে অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের সচিব দীপাডি নায়ার সহ অন্যান্য আধিকারিকরা। এ বিষয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান এটা রাজ্য স্তরীয় দ্বিতীয় রাউন্ডের বৈঠক। এই বৈঠকে ২০২৫- ২৬ সালে বাজেটে দফতরের বিভিন্ন উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ করা হয় এর ইউটিলাইজেশান কতদূর হয়েছে , আর কি করতে হবে, এ ছাড়া তফশিলি জাতির ছাত্র ছাত্রীরা যে স্কলারশিপ পায় তা তারা ঠিক ঠাক ভাবে পাচ্ছে কি না , কিংবা কোথাও কোন সমস্যা আছে কি না এ সব দিকের উপরও আলোচনা হবে। পাশাপাশি মন্ত্রী এদিন জানান যে দফতরের জন্য বাজেটে বরাদ্দ টাকা যাতে ১০০ শতাংশ সেচুরেশন মুডে নেওয়া যায় সে দিকের পাশাপাশি তফশিলি জাতির আর্থ সামাজিক উন্নয়নে আরও কি করা যেতে পারে এ নিয়ে আলোচনা করা হবে এবং বাজেটে বরাদ্দ টাকা ব্যবহারে কতদূর সফলতা পাওয়া গেছে, কিংবা কোথাও কোন বিফলতা রয়েছে কি না, আরও কি করা যেতে পারে এ সব দিক নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে জেলাস্তরে এই বৈঠকে ফের আলোচনা করা হবে বলে জানান তিনি।
akb tv news
18.11.2025

