আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিয্যবাহী দুর্গা বাড়িতে তিনদিন ব্যাপী কাত্যায়নী পুজো শুরু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    প্রতি বছরের মত এবছরও রাজধানীর ঐতিয্যবাহী দুর্গা বাড়িতে মঙ্গলবার থেকে কাত্যায়নী পুজোর সূচনা হয়। তিনদিন ব্যাপী এই পুজোর আয়োজন করা হয়েছে।এদিন সকাল থেকে শুরু হয় কাত্যায়নী মায়ের পূজা। কাত্যায়নী মা হল মা দুর্গারই রূপ।এই পুজা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতি বছরই ১লা অগ্রায়ন থেকে এই পুজা শুরু হয়ে থাকে।এই পূজার কোন তিথি নেই।আগামী শুক্রবার মায়ের দশমি করা হবে বলে জানান দুর্গা বাড়ির পুরোহিত।এদিন সকাল থেকেই দুর্গা বাড়িতে লোকজনের সমাগম ঘটে।













    akb tv news 

    18.11.2025

    3/related/default