নিজস্ব প্রতিনিধি,
পরিস্থিতি একই রকম। বলা যায় দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই রাজধানী দিল্লির। শুক্রবারের থেকেও শনিবার সকালে দূষণের মাত্রা আরও বেশি। ভোর থেকেই রাজধানীর শরীর জুড়ে কুয়াশার কম্বল! সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। এদিনের দূষণের মাত্রা তথা গড় একিইউআই ৩৩৩। অর্থাৎ ‘অতি খারাপ’। এদিকে তাপমাত্রাও কমেছে লাফিয়ে। শুক্রবার ছিল ডিসেম্বরের সবচেয়ে শীতল দিন। পারদ ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে।এদিন দূষণের মাত্রা সবচেয়ে বেশি চড়া রয়েছে মুন্দকায়। সিপিসিবির দেওয়া তথ্যানুসারে সকাল ৭টায় এই অঞ্চলের একিইউআই ছিল ৩৮১। দূষণের মাত্রায় ‘অতি খারাপ’-এর তালিকায় রয়েছে আরকে পুরম (৩৬৪), পাঞ্জাবি বাগ (৩৪৮), চাঁদনি চক (৩৪৮), রোহিণী (৩৭৪), বিবেক বিহার (৩০৯), বাওয়ানা (৩৭৫), সিরি ফোর্ট (৩৪৩), ওয়াজিরপুর (৩৫৯), আনন্দ বিহার (৩৬৬), অশোক বিহার (৩৪৮) ও সোনিয়া বিহার (৩৫২)। তুলনামূলক ভাবে ভালো পরিস্থিতি দ্বারকা (২৬০), মন্দির মার্গ (২৫৬), আয়া নগর (২৮৯), আইজিআই বিমান বন্দরের (২৬৩)।প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতে। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ।
akb tv news
06.12.2025

