নিজস্ব প্রতিনিধি,
পশ্চিমবঙ্গের মত ত্রিপুরাতেও ১০,৩২৩ শিক্ষকদের মানবিক কারণে পুনর্বহাল করার জন্য রাজ্য সরকারকে আদালতের কাছে আবেদন জানানোর আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,আমি খবরটা দেখেছি যে মাননীয় কলকাতা হাইকোর্ট ৩৬ হাজার চাকরি যে গুলি অবৈধ ভাবে এই চাকরিতে নিযুক্ত হয়েছে এই কারনে খারিজ করেছিল। সেই চাকরি পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছে মানবিক কারন দেখিয়ে। তাতে বৈধ বা অবৈধ নিয়ে কলকাতা হাইকোর্ট কোন প্রশ্ন তুলেনি। ৩৬ হাজার চাকরি, তারা অনেক দিন চাকরি করেছে।এখন চাকরি যদি চলে যায় বা চলে যাওয়ায় ওই পরিবার গুলি কিভাবে চলবে। এই মানবিক কারন দেখিয়ে এটা পুরবিবেচনা করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহন করেছে।তিনি বলেন, এই রায় আসার পর ত্রিপুরা রাজ্যেও নানা মহলে তা নিয়ে আলোচনা হচ্ছে।পশ্চিমবঙ্গে এই ৩৬ হাজার চাকরি খারিজ হওয়ার ব্যাপারে সেখানে নানা ধরনের অনিয়ম, একেবারে চাকরীর পরিক্ষা না দিয়ে ইন্টারভিউ বোর্ডে না বসে এমন ভুরি ভুরি চাকরীর প্রমান পত্র পেয়েই এই চাকরি খারজ করা হয়েছে বলে বিরোধী দলনেতা জানান।
akb tv news
06.12.2025

