আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৬৩তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী স্থাপনা দিবস উদযাপনll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    প্রতি বছর ৬ই ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসাবে উদযাপন করা হয়। শনিবার ছিল এই বিশেষ দিন। সারা দেশের সঙ্গে রাজ্যেও এবছর ৬৩ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন এ ডি নগর পুলিশ মাঠে ৬৩ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবসে যৌথ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর সহ রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু এবার এখানে এসে আমি যা দেখলাম সিভিল ডিফেন্স, হোম গার্ড থেকে শুরু করে সকলের এখানে যে প্যারেড আমরা দেখলাম তা গত বছরের তুলনায় এবারের প্যারেড অনেক ভাল হয়েছে। এবছর আমরা ৬৩ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী স্বেচ্ছা সেবকদের নিঃস্বার্থ ভাবে কাজ ও আত্ম ত্যাগের নির্দশন হিসেবে এই দিনটি আমরা সব সময়ই উদযাপন করে থাকি বলে তিনি জানান।


















    akb tv news 

    06.12.2025

    3/related/default