আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান বিজয় দিবস পালন ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস l প্রতি বছরের মত এবছরও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয় l আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন করে।


    দুই পর্বের এই উদযাপনে প্রথম পর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে দূতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে দূতালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি,  প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী সকল শহীদ সহ সর্ব পর্যায়ে অবদানকারী সকলের মঙ্গল ও আত্মার সদগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। ত্রিপুরার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ সহ অত্র সহকারী হাইকমিশনের কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সকাল ১১:০০ ঘটিকায় শুরু হয়।
    অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে ও ২০২৪ এর বিপ্লবে সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তারপর মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আরশিকথা বহুমাত্রিক নিউজ পোর্টালের কর্ণধার শান্তনু শর্মা, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী  প্রিয়নাথ সাহা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, আগরতলা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা: অনুপ কুমার সাহা, মিশনের দূতালয় প্রধান জনাব এস এম আলমাস হোসেন, প্রথম সচিব জনাব শরীফ আহমেদ ও সহকারী হাইকমিশনার জনাব হাসান আল্ বাশার আবুল উলায়ী প্রমুখ।
    সহকারী হাই কমিশনার জনাব হাসান আল্ বাশার আবুল উলায়ী তার বক্তব্যে মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদ, সম্ভ্রম হারা ২ লাখ মা বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সর্বাত্নকভাবে সহযোগিতার জন্য ত্রিপুরাবাসীর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
    একইসাথে তিনি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ২৪ এর জুলাই-এ শাহাদতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।



    আলোচনা সভা শেষে ত্রিপুরার স্থানীয় ঈশ্বর পাঠশালার শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগত শিশু-শিল্পীবৃন্দ তাদের দেশাত্মবোধক বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বৈচিত্র্যময় বাংলাদেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।


    সহকারী হাইকমিশনার জনাব হাসান আল্ বাশার আবুল উলায়ী আগত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। মহান বিজয় দিবস পালন অনুষ্ঠানে ত্রিপুরার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগরতলা মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

     

    3/related/default